সবুজ তুমি কি দেখেছ –
এক বসন্তের সকালে শিশিরের বুকে
ভরা যৌবনে দাঁড়িয়ে রয়েছি স্থির
লাল, নীল অথবা হলুদ শাড়ি পরে
মনে হবে কত পরিপাটি! কত সুন্দরী! কত বাহারি রং!
যার গন্ধে ভোরের বাতাস বিভোর;
প্রজাপতি আগেই জানে, ভ্রমর অতিভ্রমে
খুঁজে ফেরে আমাকে প্রতিনিয়ত বারেবারে
তুমি কি জানো না? সন্ধ্যায় চুপিসারে
কতবার এসেছি তোমার দুয়ারে –
অথবা ভোরের থালায় উঠেছি লাল শাড়িটি পরে
তোমাকে মনের পূজা দিব বলে;
আবার সাদার মাঝে হলুদ মাখিয়ে –
নরম হাতে ছোঁয়াব তোমায় গভীর রাতে
খোলা জানালার পাশে;
আমাকে স্পর্শ ফেলে ভোরে নাইতে যাবে দিঘিতে
সেখানেও দেখতে পাবে আমাকে লাল বেশে
সবুজ – অনুরোধ কোনদিন ভুলনা আমাকে
একবার ভুলে গেলে আর পাবে না খুঁজে
বিস্মৃতি হয়ে যাব মনটা চিরতরে
অনুরোধ আমাকে কোনদিন ঘৃণা করো না
থাকতে দাও – ঠাঁই দাও বুকের পাঁজরে
কথা দিলাম, সৌরভে ভরে দেব দুনিয়াটাকে।