ট্রাম করেছিলাম জীবনে একদিন
হেসেছিল সবাই – চাঁদ-নক্ষত্র-তারা
হাজার জোনাকির মাঝে ছিল আনন্দ
আবার ওরা হাসতে চায় পারে না
কালের বিবর্তে ঘড়ি হেরে যায়
বয়ে যায় এক নীরব বন্যা
বিস্তীর্ণ শস্যের মাঠ ভেসে যায়
যতদূর দৃষ্টি যায় অদূরে পায় বাঁধা
অথচ বোবা কথা বলে
অদূরে লুকিয়ে থাকা বুড়ি চাঁদ
যা ঝাপসা দেখতে পায়
আর একটা ট্রামের দরকার ছিল
কিন্তু পারলাম না
তাস হয়ে গেছে বিবর্ণ, কান্না ভরা।