সিংহের গর্জন ক্ষুধার রাজ্যে থাকে বিচরণ
হেড লাইট লাল দেখায়
শান্ত হরিণের দু’টি চোখ
বড় হয় অসম্ভব
রক্ত-মাংস-হাড্ডি হয় ফালা-ফালা
এক গহীন উদরে স্থান পায়;
শিয়াল কুকুর ঘুরে ফিরে যায় গন্ধ শুঁকে
আর অহি-নকুল থাকে যুদ্ধে ভীষণ
এ বিশ্বটি ক্ষুধার মূর্তি ধরে
কিন্তু ক্ষুধা মিটে না, কেন নয়?
জিভে আছে তার লোলুপ লালা
অসহায় ছোট প্রাণগুলো সেদিন বলেছিল –
আমরা ছোট, অনুরোধ করি মেরো না
তবু ওরা মানে না
সাহেব-সাহেবান কমপ্লিট ড্রেস লাগায়
লিফটে চলে যায় গগনে
সসীম চিন্তা অসীমকে ভেদ করতে চায়
অথচ কংক্রিটের ভীতটি নিচে পড়ে থাকে
তা জেনেও জানতে চায় না
নিষ্ঠুর পৃথিবী ঠাঁই দিলে না ছোট প্রাণ আর ছোট কথার
এক পাশে উচ্ছিষ্ট খাবারের ভাগাড়
অন্য পাশে ক্ষুধাতুর পেটে জ্বলে ক্ষুধার মশাল
তবু বিমূর্ত কঙ্কাল থাকে স্থির
আর বাতাস পায় বাঁধা।