ঠাণ্ডা শরীর পড়ে আছে চিৎ হয়ে
বুকের জমিন দুই ভাগে করাতে চেরা
জমিতে অস্পষ্ট একটা কবিতা লেখা দেখলে তুমি;
অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়লো –
অসংখ্য ক্ষত-বিক্ষত চিত্র
ল্যাবরেটরিতে চিত্রের কিছু নমুনায়
শত শত ভাইরাস পাওয়া গেল;
সবুজ বৃক্ষরাজির শিকড় ভেঙ্গে গেছে ঝড়ে
লালে লাল সাগর দেয় চিৎকার
যেখানে প্রদীপ নিভে গেছে –
চারদিক শুধু ঘোর অন্ধকার
আর সুনসান নীরবতা ঘুমায়
জোনাকি পোকা গুলো পড়ে আছে ভরা এক স্তূপে
নষ্ট জমিনে নষ্ট ভাইরাস হাসে অহরহ
তবু কালের বিবর্তে ভূগর্ভ ফেটে উঠে আসুক –
কালাপাহাড়, নজরুল আর হালাকুখাঁন
নিশ্চিত হবে পুনরুত্থান উর্বর ভূমি।