অজান্তেই এক বিড়ম্বনার পৃথিবীতে আসা হলো
কিছুদিন হামাগুড়ি, এলোপাতাড়ি হাঁটাহাঁটি
একদিন যৌবনের উন্মাদনার হাতছানি
ঠিক সাগরের উথাল-পাতাল ঢেউ
ক্ষণকালে ঢেউগুলি উবে গেল চিরতরে
তারপর বুদ্ধের দল লাঠি হাতে খুঁড়ে খুঁড়ে হেঁটে যায়
বিলের ধারে দেখেছিলাম এক ঝাঁক সাদা বক
উড়াল দিয়ে চলে গেল
আকাশের অজানা নীল ঠিকানায়;
ওরা আর কোনদিন ফিরে নি
চারদিক এক চিত্র, উত্থান-পতন আর ধ্বংস
অতএব অস্ফুট ফুল তুমি ভালোই থাক
না হয়ে স্ফুট
কেননা, তবু তুমি ফুল।