পরাহত এই ক্লান্তি ভরা মনটা
নিজ শত্রুতায় মেতেছিল সেদিন
একেতে ছিল শীতের বিকাল
আবার রুগ্‌ণ শরীর
চা স্টলে কফির পেয়ালায়
দিয়েছিলাম পিয়াসু চুমুক
আমার এ দু’টি চোখ তখন
স্পষ্ট দেখেছিল।
যদিও দুর্বল স্নায়ুকোষ, হৃদপিণ্ড, আর
ফুসফুস চাঙ্গা হয়েছিল ক্ষণিকের জন্যে;
ফেলে আসা বিস্মৃতিগুলো -
স্মৃতি হয়ে ভাসছিল বর্তমান ঠিকানায়
অনেক লোকের বেচাকেনার শব্দ
অনেক মানুষের আসা-যাওয়ার পদচিহ্ন
অনেক অসহায়ের আত্মচিৎকার,
চাপাকান্না শোনা গেল
এর মাঝে কয়েকজন একত্রে
হনহন করে চলে গেল নীরবে
যা মানুষেরা কোনদিন দেখেনি;
অথচ আমি দেখেছি নিশিতে
মহাগোর-মহাশ্মশান!
গোর-শ্মশানের সব হাড়হাড্ডি
গ্রাসে ব্যাস্ত ছিল মহাসাগর
সুতরাং পরাহত মনটা হয়ে উঠল বিদ্রোহী
কেন নয়? আমি দেখেছি, শুনেছি,
প্রতিবাদে হয়েছি মুখর
তুমি দাঁড়াও - শোনো
আমার যে অনেক কথা ছিল
তুমি দাঁড়ালে না, আমার থাকা হল না।