নিপীড়িত জনপদ, শান্ত প্রকৃতি
হঠাৎ নিস্তব্ধতা ভেঙ্গে
চারিদিকে বাজে
মৃত্যুর সাইরেন ধ্বনি।
অাগুনের লেলিহান শিখায়
জ্বলছে বসত বাড়ি
তান্ডব চালায় নরখাদকের দল
আদেষ্টা রাক্ষসী নারী।
খঞ্জন চালিয়ে গলদেশে
করছে নরবলি
ওরা মেতেছে মৃত্যু নেশায়
খেলছে রক্তের হলি।
ছেলেকে মারছে কসাইয়ের মত
বাবাকে করছে গুলি
রেহাই পায় না মা-বোনেরা
সম্ভ্রম নিচ্ছে কাড়ি।
গর্ভের শিশুকেও বাঁচতে দেয় না
লাথি মেরে করছে হত্যা
পুড়িয়ে মারছে প্রতিবাদী ভাইকে
নিশ্চিহ্ন করতে জাতিসত্তা।
বাতাসে ভাসে পোড়া লাশের গন্ধ
ঘরে ঘরে মৃত্যুর গোঙানি
দিকে দিকে ওঠে বাঁচার আকুতি
অার্তনাদ, অাহাজারি।
সামনে পিছনে যেদিকে চোখ যায়
দেখা যায় লাশের সারি
এ যেন এক বিভীষিকাময় উপত্যকা
এ যেন এক মৃত্যুপুরী!