বাল্য বন্ধুরা পরিবারসহ কক্সবাজার আনন্দ ভ্রমণে যাওয়া নিয়ে প্লান তৈরী....
---------------------------------------------


বন্ধুরা সব কক্সবাজার এ
যাচ্ছি ক'দিন পর
বউ বাচ্চা সঙ্গে নিবো
ছাড়বো বাড়ি ঘর।


গ্রীন লাইনের বাসে সেথায়
পৌঁছিবো গিয়া
ঠিক হয়েছে থাকবো সবাই
হোটেল মিডিয়া।


লক্ষ্য শুধু একটা মোদের
আনন্দ ভ্রমন
কর্ম ক্লান্তি অবসাদ কাটাতে
চাঙা করতে মন।


হই হুল্লো করবো সবাই
থাকবো যে দুই দিন
ভাবতে সবার মনের মাঝে
করছে তা-ধিন-ধিন।


সৈকতের ঐ বালুর উপর
দল বেঁধে সব হাঁটবো
কচি ডাবে চুমুক দিয়ে
তৃষ্ণা মিটাবো।


সমুদ্রতে নামবো সবাই
করবো যে গোসল
ঢেউয়ের উপর ঝাঁপিয়ে পড়ে
করবো যে সোরগোল।


দর্শনীয় জায়গাগুলোয়
ঘুরতে সবাই যাবো
ফিস ফ্রাই আর শুটকি ভর্তা
গরম ভাতে খাবো।


বন্ধু সাহেদ প্রবাস থাকে
অামেরিকায় বাস
অানন্দতে কমতি হলে
ঘটাবে সর্বনাশ।


নিজেই সে তো নামবে বীচে
সুইমিং শটস্ পড়ে
দেখাবে কিছু ইউ.এস স্টাইল
শিখেছে ক্যালিফোর্নিয়াতে।


বন্ধু দিপু হ্যান্ডসাম হিরো
দেখাবে অভিনয়
নায়িকার অভাব হবে না তাতে
অাছে শালীকাদ্বয়।


মিজান হাঁটবে ক্যাট ওয়াকে
সী-বিচ এর ঐ র‍্যম্পে
দাঁত কেলিয়ে হাসবে সবে
থাকবে যারা ক্যাম্পে।


নন স্টপ ফুর্তি আমোদ
চলবে সারাদিন
ময়না মটু নাচবে দুলে
বাজিয়ে নাগিন বীণ।


বন্ধু কামাল রাতের বেলায়
ক্লাউন ক্যাপ পড়ে
গল্প, কৌতুক, চুটকি দিয়ে
আসর জমাবে।


কোরাস গানের সুর তুলবে
বন্ধু রহমত
ভাবিরা সব তাল মিলাবে
সবাই সহমত।


সায়েম বাবু রাখবে দেখে
বাচ্চা পোলাপান
শালীদের সব সামাল দিবে
হাজী মোক্তারুজ্জামান।


আমি বন্ধু নেহায়েত কবি
কাব্য লিখে যাবো
সমুদ্রের ঐ ঢেউয়ে দু-চার
চরণ খুঁজে পাবো।


বন্ধু যারা পারছো না যেতে
করবে না মন খারাপ
সদা স্মরণ পড়বে তোদের
করবো যে আলাপ।


আনন্দময় ভ্রমন শেষে
আসবো ঢাকায় ফিরে
চড়বো সবাই উড়োজাহাজ
রিজেন্ট এয়ারে।।