দেখতে আমায় সুঠাম দেহি
বাহুতে বেশ জোর,
অন্যায় কোথাও দেখিলে ভাবি
টুটাবো তাহার দোর।


দেখি কত কিশোরিকে হতে
লাঞ্চিত, ধর্ষিত।
যৌতুক দায়ে গৃহবধু কত যে
খাচ্ছে মার অবিরত।


ঘাম ঝড়ানো শ্রমিককে দেখি
হতে শোষিত, বঞ্চিত।
দেখি আবার শিশুদের নিয়ে
ক্রিতদাস বানায় কত।


উপরি কামাতে সরকারি বাবুদের
দেখি কত যে ফন্দি,
ক্ষমতার জোরে আইনের লোকে
নিরপরাধি করে যে বন্দি।


অন্যায় এত দেখি তবু যে
করিতে পারি না কিছু,
অযাচিত সব ঝামেলা এড়াতে
হটি হয়তোবা পিছু।


শক্তি আমার গতরেই রইল
প্রতিবাদ রইল মনে,
কাপুরুষ হয়ে রহিবো কি আমি
বাঁচিবো কি ভীরুতার সনে।।