সারা দিনের ব্যবসা শেষে
টালি খাতায় হিসেব কষে
দেখি আমি বেলা শেষে
শূণ্য পুঁজির খুতি আছে।


ভাবছি আমি মাথায় হাতে
বসে গদির বিছানাতে
কী করেছি সারা দিনে
মিছে মিছে বেচে কিনে।


জবাব আমি দিব কি আজ
উপর বসা মালিকেরে,
কি বোঝাব আছে বসে
ওপারের ঐ পাওনাদারে।


ঠিক করেছি বলব আমি
ভুল হয়েছে এবারেতে
ক্ষমা করে দিও তুমি
বিত্তহীন এই ভৃত্যটাকে।।