পৃথিবীর এই বৃহৎ সীমায় ক্ষুদ্র একটি দেশ আছে
যেখানেতে জন্ম নিয়ে গর্বে আমার বুক ভাসে
সে যে আমার প্রিয় দেশ, জন্মভূমি বাংলাদেশ।


নদ-নদী আর পাহাড় দিয়ে সাজানো আছে যেখানে
ফুল, ফসল আর পাখির গানে মাতানো আছে সেখানে
সে যে আমার সুখের দেশ, জন্মভূমি বাংলাদেশ।


ভাষার জন‌্য অকুতোভয়ে প্রান দিয়েছে যে দেশে
মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা বিজয় আছে যে মাঠে
সে যে আমার গর্বের দেশ, জন্মভূমি বাংলাদেশ।


সাম্য মৈত্রী বাঁধন নিয়ে মানুষ যেথা বাস করে
সু-প্রাচীন শিল্পকলার প্রাচুর্য ভরা যে দেশ
সে যে আমার শান্তির দেশ, জন্মভূমি বাংলাদেশ।


যে মাটিতে পীর, আউলিয়া, গাউস, কুতুব শুয়ে অাছে
যে দেশেতে লালন ফকির, জীবনানন্দ জন্মেছে
সে যে আমার প্রিয় ভূমি, জন্মভূমি বাংলাদেশ।


হাজার জনম সার্থক অামার জন্ম নিয়ে এই দেশে
মরতেও যেন পারি আমি এই মাটির-ই বুকেতে।।