জায়নামাজে আসন পেতে
বলব দু' হাত উপর তুলে
পেছনের সব পঙ্কিলতা
মাফ করে দাও খোদা তা'লা।


ঈমান আমল সঙ্গে নিয়ে
পার হতে চাই জীবন ভেলা।
শেষ বেলাতে দিও আমার
নসিবেতে কলেমাখানা।


জবাব তুমি দিও স্মরিয়ে
সাড়ে তিন হাত মাটির ঘরে।
ছায়া দিয়ে, মায়া দিয়ে
রেখো আমায় তপ্ত মাঠে।


পার্থিবের-ই হিসাব নিকাষ
দিওনা ঐ মী'যানেতে।
কুদরতেরই সা'য্যে তুমি
পার কোরো মোর পুলসিরাত।


জান্নাতে ঠাই পেতেযে আমি
চাইব নবীর সাফায়াত।
সৃষ্টিকর্তা তোমার কাছে
এই তো আমার মোনাজাত।।