যুবক তুমি হয়েছ আজ বয়স আবর্তে
শক্তি, সাহস, বুদ্ধি সবই তােমার আয়ত্তে।
কাজে যদি লাগাও এসব মানব কল্যানে
উপকৃত হবে জাতি, রাখবে তোমায় মনে।
এখন যদি কর তুমি প্রবীণকে সম্মান
শ্রদ্ধা তোমায় করবে পরে আগত জোয়ান।
যৌবনেরই দম্ভে তুমি করোনা ধরা-সরা
বাঁচলে ক্রমে বৃদ্ধ হবেই, হবে যে তখন জরা।
এখন তুমি গায়ের জোরে প্রভাব খাটাও যত
বৃদ্ধ হলে মানবে না কেউ, দাম পাবে না এত।
শক্তি তখন থাকবে নাকো বুদ্ধি হবে ক্ষীণ
সত্য এসব স্মরণ রেখে চলবে সম্মুখ দিন।
সময় থাকতে যুবক তুমি এমন জীবন গড়
বৃদ্ধ তুমি হলেও যেন, সবাই মানে বড়।।