জীবনের এই স্বল্পক্ষণে
শুধরে যা তুই অল্পক্ষণে।
হয়ে যা আজ হুশিয়ার
পথ পাবি না পালাবার।


মাতিস না এই মিথ্যে মেলায়
লেগে যা তুই সত্যি খেলায়।
চিনতে যদি না পারিস তারে
লাভ হবে না পরপারে।


চড়িস না এই পাপের ভেলায়
ভুলে যাবি পূুণ্যি হেলায়।
ভাল যদি না বাসিস তারে
লাভ হবে না পরপারে।


বুনিস না এই ক্ষতির ক্ষেতে
চালান যাবে লাভের আশে।
মান্যি যদি না করিস তারে
লাভ হবে না পরপারে।


বলছি তবে বারে বারে
ডাক যে কখন এসে পড়ে।
হয়ে যা তুই হুশিয়ার
পথ পাবি না পালাবার।।