জানালার গ্রীল ধরে-
দিগন্তে চেয়ে থাকা
মনের ভিতর উঁকি মারে
শৈশবের-ই স্মৃতি গাঁথা।


শাসন বারণ ছিন্ন করা
দূরন্ত আর দোষ্যিপনা,
গাঁয়ের হাটে, মাঠে, ঘাটে
অবেলাতে ছুটে চলা।


নিয়ম ভাঙার অপরাধে
হাঁটু গাড়ার শাস্তি পাওয়া
পেট ব্যাথার এক অজুহাতে
স্কুল থেকে বেরিয়ে আসা।


নিত্য দিনের তিক্ত করা
বই রেখে সব বড়ই তলা
ডাংগুলি অার চাড়া খেলে
সাথীর সাথে ঝগড়া করা।


খালের পাড়ে ডু-ডু খেলে
শরীর ধুতে নাইতে নামা
বাবা'র কঠিন শাসন ভয়ে
বাড়ীর পিছন লুকিয়ে থাকা।


সন্ধ্যা বেলায় ঘরে ফিরে  
দীপ জ্বালিয়ে পড়তে বসা
মায়ের হাতের পিট্টি খেয়ে
অভিমানে ঘুমিয়ে পড়া।।