(বিবাহের এক যুগ পূর্তি উপলক্ষে)


চৌঠা ফেব্রুয়ারী দুই হাজার চার
অবসান হয়েছিল ব্যাচেলর আমার।
বধু হয়ে এলে তুমি ঘরেতে যখন
সূচিত হয়েছিল এক নতুন জীবন।


প্রেম ভালবাসা কতনা রোমান্স
চলেছিল দু'জনার পুরো বারো মাস।
অাড়াই বছর পর হল প্রোমশন
‘বাবা’ নাম জুড়লো ডেজিগনেশন।


শুরু হল সংসার, স্বপ্ন বোনা
সাথী হল আঁকাবাঁকা বাস্তবতা।
এরপর কেটে গেল পাঁচটি বছর
ঘরে এলো আর এক চাঁদের কাঁকর।


ছিল কভু খুনসুটি মান-অভিমান
তবু যেন ঘরে ছিল সুখ বহমান।
এমনি করে আজ বারোটি বছর
কেটে গেল এক সাথে বুঝিনি কখন।


ছেলে মেয়ে সংসার সুখি জীবন
হয়েছে সবই আজ, খোদার শোকর।
পূর্ণতা পেয়েছি এই তোমাতে আমি
শুভেচ্ছা জানাই বলি হ্যাপি এ্যানিভার্সারী।