ফুল ফুটেছে, মন মেতেছে
রং লেগেছে গায়,
এমন দিনে একলা ঘরে
মন রাখা যে দায়।


হলুদ শাড়ি, খোঁপায় গাঁদা
নারী'তে আজ পায় গো শোভা।
পুরুষ হৃদয় প্রেম জাগে তায়
গুনগুনিয়ে মনে মনে রবিন্দ্র গান গায়।


বসন্তের-ই হাওয়র তালে
মন দোলে আজ, প্রান যে দোলে।
ভালবাসার ইচ্ছে জাগে
কল্পনাতে মন-মানুষের ছবি এঁকে যায়।


কোকিল ডাকে কূহু তানে
হৃদয় খানি যায় রাঙিয়ে।
প্রেম নিবেদন, ভালবাসা এমন দিনেই হয়
ভালবেসে প্রেমিক হৃদয় ছোঁয়া পেতে চায়।


ফাগুন আসে, যায় যে চলে
ভালবাসা যায় জাগিয়ে,
এমন দিনটি প্রেমিক হৃদয়
বারে বারে পেতে চায়।।