পাঁচটি বছর সংসদের ঐ মেয়াদ পূর্তি শেষে
নির্বাচনের হাওয়া আবার বইছে সারা দেশে।
এম পি হবার জন্য নেতা পার্টি অফিস ঘোরে
পার্লামেন্টে বসার স্বপ্ন দেখে দু'চোখ জুড়ে।
যেভাবে হোক পেতে হবে এবার নমিনেশন
লাইন লবিং করবে লাগে দিবে ডোনেশন।
লোক সমাগম করবে হাজার টাকা খরচ করে
মটর শোডাউন দিবে আবার রাস্তা ঘুরেঘুরে।
হলফনামায় লিখবে ওনার সম্পদ কিছুই নাই
সাক্ষাতকারে বলবে আমার জনগণই ঠাঁই।
নির্বাচনের ভোটে যেন জয়ী হতে পারে
থাকবে ক'দিন নিজ এলাকায় ঘুরবে দ্বারে দ্বারে।
কর্মী সকল হাঁটবে তাহার সামনে পিছনে
চরিত্র তার খুবই ভালো বলবে শ্লোগানে।
ধর্মপ্রাণ লোকজনেরে কাছে টেনে নিতে
হর-হামেশা যাবে সে তো মসজিদ মন্দিরে।
সালাম দিয়ে, প্রণাম দিয়ে চাইবে সবার দোয়া
অাপ্যায়ন করবে দিয়ে চা বিস্কুট মোয়া।
হাত মেলাবে, বুক মেলাবে, করবে কোলাকুলি
হাসি দিয়ে বলবে যত মিষ্টি কথার বুলি।
আচরণে থাকবে যেন সবাই আপনজন
খোঁজ খবর রাখবে সবার সকাল বিকাল ক্ষণ।
মিছিল মিটিং করবে মাঠে, চলবে জয়গান
করবে খাতির ছোট বড় পায় যে যা সম্মান।
মঞ্চে উঠবে মুরুব্বিদের পায়ের ধূলো নিয়ে
বলবে কি সব করবে তিনি সংসদেতে গিয়ে।
উন্নয়নের প্রতিশ্রুতি দিবে ইসতেহারে
দুর্নীতি অার ঘুসের শিকড় উপড়ে ফেলাবে।
চুরি, ডাকাতি, মাদক, ছিনতাই, রাখবে না অাপদ
শিক্ষা দীক্ষায় গড়ে তুলবে আপন জনপদ।
ঘরে ঘরে চাকরি দিবে, দিবে যে বিদ্যুৎ
গরিব মানুষ পাবে রিলিফ থাকবে না আর দুখ।
ন্যায়বিচার পাবে সবাই অন্যায় কোথাও হলে
জোর খাটাতে পারবে না কেউ ক্ষমতার বলে।
সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ করবে সে নির্মূল
সংখ্যালঘু বৈষম্য আর রাখবে না একচুল।
এম পি হলে বানিয়ে দিবে রাস্তাঘাট ও ব্রিজ
স্যানিটেশন, স্বাস্থ্য সেবা করবে সে নিশ্চিত।
বলবে শেষে এবার যদি ম্যান্ডেট আমি পাই
খেদমত করবো জনগনের আর কিছুই না চাই।
এমনি করে দিবে শত অাশ্বাসেরও বানী
ভোটের পরে করবে কত আমরা তো সব জানি।
ভাবে ওরা আমরা সবাই বোকা জনগণ
নির্বাচনের দিন পেরুলেই সবই যে ঠনঠন।।