যুগ যুগ ধরে যে দেশে জন্ম
যে মাটিতে বসত বাড়ি
সে মায়ানমার আজো রোহিঙ্গাদের
নেয়নি স্বীকার করি।
ক্ষমতার জোরে অন্যায় ভাবে
কেড়ে নিয়েছে বসত বাড়ি
জ্বালিয়ে পুড়িয়ে অত্যাচার করে
দিয়েছে বিতাড়ন করি।
রাতের আঁধারে মেরেছে ওদের
লাশ করেছে কুটিকুটি
জীবন বাঁচাতে করেছে ওরা
দিগ্বিদিক ছোটাছুটি।
জবাই করে লাশ ফেলেছে
নাফ নদীর ঐ বুকে
আত্মহূতি দিয়েছে কত যে নারী
সম্ভ্রম হারানোর দুঃখে।
নদী পাড়ি দিয়ে বাঁচতে গিয়ে
কত জীবন হয়েছে নাশ
শিয়াল কুকুরে কামড়ে খেয়েছে
মৃত শিশুদের লাশ।
নিপীড়িত ওরা জানিয়েছে বিশ্বে
মিলেনি কোন সাড়া
পানির বদলে নদীতে বয়েছে
রক্তের স্রোতধারা।
দেখেছে সবাই নাফ নদীতে
ভেসেছে লাশের সারি
অাপন হারানোর বেদনায় করেছে
বুকফাটা আহাজারি।
সবকিছু ফেলে প্রান বাঁচাতে
নাফ নদী দিয়েছে পাড়ি
বাংলাদেশ ওদের দিয়েছে ঠাঁই
নিয়েছে আপন করি।
বর্বরতা দেখেছে সভ্য দুনিয়া
দেখেছে এ গণহত্যা
স্বীকার করেনি নরখাদকের দল
বলেছে কিনা, এসব মিথ্যা।
মায়ানমারের ইতিহাসে হবে না লেখা
জাতি নিধনের এ অপকর্ম
হয়তো একদিন ভুলে যাবে সবাই
জানবে না আগামী প্রজন্ম।
তবে সাক্ষী রইলো আকাশ বাতাস
সাক্ষী রইলো চন্দ্র তারা,
সাক্ষী রইলো ভোরের সূর্য, আর
নাফ নদীর ঐ ধারা।