ও বাতাস বোলো তাকে
আমি এখন ভালোই আছি !
একটি বারও ফোন দিয়ে যে
নেয়নি খবর-কেমন আছি ?
কেমন আছি ? বেঁচে আছি ?
নাকি জিন্দা লাশ হয়েছি !
নেয়নি খবর যেই প্রিয়জন
বোলো তারে- ভালোই আছি !
ভালোই আছি ! যেমন ভালো
সহজেতে কেউ থাকে না,
যেমন ভালোয় দিন কাটে না ,
দিন কাটে তো রাত কাটে না।
যেমন ভালোয় অশ্রু ঝরে
চোখের কোণে বর্ষা নামে !
যেমন ভালোয় মনের কথা
জমে থাকে চিঠির খামে !
যেমন ভালোয় একটা জীবন
ভীষণ একলা একা লাগে !
যেমন ভালোয় অবহেলা
মনের ভিতর দুঃখ দাগে !
বোলো তাকে-তেমন ভালোয়
কাটছে আমার নিত্যদিন !
যাচ্ছে আমার সকল প্রহর !
ভালোই আছি সে বিহীন !