শহীদ মিনার–
তোমার প্রাঙ্গনে আজ
নষ্ট যুবকের অশ্লীল সংলাপ;
ব্যর্থ প্রেমিকের মুখ লুকানো রোদন ;
বিশ্ববিদ্যালয়, মেডিকেলের ছাত্রীদের
বাদামের খোসা ছাড়িয়ে প্রেমিকের বুকে
নির্লজ্জের মত মাথা এলিয়ে কুৎসিত !
কদাচিৎ ! সুন্দর ! আর রোমান্টিক হাসি !
সন্ধ্যে হলে ফুচকা-চটপটি–ওয়ালাদের
ভরপুর ব্যবসা আর উম্মাদ প্রেমিকের
স্বাধীনচেতা প্রেমিকার সাথে অবাধ
হাতের চতুর সঞ্চালন !
শহীদ মিনার–
তোমার প্রাঙ্গনে আজ
নেশাখোরের বিষাক্ত থু-থু ; সারা
রাজ্যের জড়ো হওয়া ধূলোর পাহাড় ;
পানের পিক ; নিকোটিনের প্রাণনাশক
ধোঁয়ার জ্বলন্ত আগ্নেয়গিরি ; নাট্যমঞ্চ ;
পথসভা ; আর জমাট অন্ধকারের খেলা !
শহীদ মিনার –
তুমি আজ কেবল গৌরবের একদিন !
এক প্রভাতফেরীর সকাল ! আমার ভাইয়ের
রক্তে রাঙানো এক লোক দেখানো
ফেব্রুয়ারী ! ঐতিহ্যের একুশ !
শহীদ মিনার–
তুমি আজ মৃত জন্ঞ্জালে নির্জীব
দাড়িয়ে থাকা স্বভাবচেতা অভ্যাস !