স্বপ্ন দেখার দোষে শাস্তি হয়ে গেলো
                   এক স্বপ্নদ্রষ্টার;
মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো সে ।
বিচারিক মজলিশে হাততালি আর
                   বাহ্-বা পড়ে গেলো
কিছুটা মৃদু হাসি দেখা গেলো
                   বিচারকের বাঁকা ঠোঁটেও ।
শুধু কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাড়িয়ে রইলো
কিছুক্ষণ আগে স্বপ্ন দেখার দোষে দণ্ডিত
                   পাপিষ্ট সেই স্বপ্নদ্রষ্টা;
চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে
                   পড়ছে তার ।
সে হয়তো জানেনা এ জল দেখার
                    কেউ নেই এখানে;
সে হয়তো জানেনা কি ভয়ংকর
                    স্বপ্ন দেখেছে সে !
এই স্বপ্ন দেখার দুঃসাহস তার হয় কি করে ?
ভালোবাসা ভুল নয় কিন্তু তাই
                     বলে স্বগোত্রে ভালোবাসা-
                     তা কি করে হয় ?
তাও আবার শুধু ভালোবাসা হলে-
                     না হয় ভাবা যেতো ভুল
একেবারে সারাজীবন পাশে থেকে কলঙ্কিত জীবন
গড়ে তোলার দুঃস্বপ্ন কি আর নিছক ভুল ?
এই দুঃস্বপ্নের শাস্তি তো মৃত্যুদণ্ড হবেই-
নইলে যে শাস্তির আর সম্মান থাকেনা !