আমি তোমার মতো বলতে পারিনা নির্মলদা
বলতে পারিনা—"অইখানে হাত দাও, হ্যাঁ, ওটা বুক,
অইখানে হাত রাখো, ওটাই হৃদয়।
অইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্পনি;
অই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল তুমিই থাকো নি। "
তাই হয়তো চোখের সামনে হনহন করে
মাটি কাঁপিয়ে,হৃদয় ভেঙ্গে চুরমার করে
নববধূ সাজে চলে গিয়েছিলো পারমিতা !
আমি ফেরাতে পারিনি ওকে ; বলতে
পারিনি—তুমি ছিলে এই বুকে ; কেননা—
ভয় আমায় অবশ করে দিয়েছিলো ;
লোক-লজ্জার ভয়, সম্মানের ভয়,
আমায় ঘিরে রেখেছিলো ; নির্মলদা—
আমিও হয়তো আজও তোমারই দেখা
সেইসব মানুষগুলোর মতো মানুষ হয়ে
উঠতে পারিনি ! তাই হয়তো মুখ ফুটিয়ে
বলতে পারিনা—ফিরে এসো, এই দ্যাখো
তোমারই ফেরার অপেক্ষায় আছি ।



শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুন কে উৎসর্গ করে .........