এতো তেজ তোমার ! এতো তেজ !
                  ও রূপে এতো তেজ !
তবে এসো- পার্বতীর মতো
                তোমার ও রূপেও বসিয়ে
                দেই কলঙ্কের ক্ষতচিহ্ন !
অত্তো সুন্দর রূপে-
                কলঙ্কের দাগ থাকবে না
                তা কি করে হয় ?
আহ ! ব্যথা পেলে বুঝি ?
                ও কিছু নয় লক্ষ্মীটি ;
ও তো সামান্য ক্ষতকে ঘিরে
                কিছু রক্তের স্রোত প্রবাহ ;
ও রক্ত শুকিয়ে যাবে একদিন ;
কেবল ক্ষত মিলিয়ে দাগটা থেকে যাবে ।
                পার্বতীর ও ছিলো !
ওমন সোনার রূপ আরশিতে দেখবে যখন
তখন আমাকে খুব মনে পড়বে তোমার !
দেখে নিও, কখনো ভুলতে পারবে না ,
              যেমন পারেনি পার্বতীও-
মনের কোণে মনে রেখেছিলো
            প্রেমিক শ্রীযুক্ত দেবদাসকে  !


গ্রন্থঃ দেবদাস,পার্বতী,চন্দ্রমুখী,আমি আর অনামিকা