কেমন আছো রূদ্রনীল ?
এখন এখানে তীব্র শীতের তান্ডব,
কুয়াশারা জেঁকে বসেছে
           ভয়ের রাত্রির মতো,
শিশিরকণা আছড়ে পড়ছে
           সে রাতের বুক চিরে
           ‎ভোরের ঘাসের উপর।
এমন দিনে,
                তোমাকে খুব মনে পড়ে রূদ্রনীল !
কুয়াশার সাথে তোমার যে কী ভীষণ
                সখ্যতা ছিলো, শিশিরে পা ভেজাতে
তুমি যে কতোটা আকুলভাবে
                অপেক্ষা করতে একেকটা বছর,
তা তো শুধু আমিই জানি !
আমিই জানি তুমি কতোটা ভালোবাসতে আমাকে !
কুয়াশার শহর পেরিয়ে
                   শীতের চাদর জড়িয়ে
তোমার সে হঠাৎ চলে যাওয়া
                   কি করে ভুলি বলোতো রূদ্র  ?
আজও তাই জল এসে যায়
                  চোখের কোণে, তোমাকে
মনে করিয়ে দেয় কনকনে শীতের হাওয়া ;
আচ্ছা রূদ্র,
                 ওপরে তোমার ঠিকানাটা কি বলোতো ;
                  ডাক মেলে খবর পাঠাবো-
খবর পাঠাবো- শীত এসেছে ;
খবর পাঠাবো- আমি নীল শাড়ি পড়েছি,
                        অপেক্ষায় আছি তোমার-
                    পা ভেজাতে হবে শিশিরের বর্ষণে।
                    ‎আসবে তো ?