কবিতা! কবির সাধের কবিতা, তুমি মোগ্ধতা
অকাতরে তুমি কবি মনের বিহ্বলতা ।
তুমি হিয়ার চঞ্চল সত্য কথ্য, অদ্ভুত আলাপ
মন-মন কথোপকথন কাগজে লিখার প্রয়াস ।
ভাব উজ্জল সরলতা কবির হূদ বাণী, ভাব গাঁথা
তুমি যশ, অনবদ্য মায়া রস, স্পষ্ট আলোকচারি
কবিতা! তুমি ঝরনা অন্তরে মানবের, অদৃশ্য ।


তুমি রহস্যের উদ্ঘাট পৃ্থিবীর, মানব বশ্যতায়
প্রেম পোষ্য ভাষ্য মনের কল-কল মৃদুমতা ।
অর্ন্তলীন অনুশীলন আবেগের রাগিনী কথামালা
ভালবাসায় অনুশাসন অভিভুত ভাব দর্শন
স্বচ্ছজয় সুপ্রকাশ অন্তরবাস আবেগ সখ্যের
হূদয়ে দোলিত মানবীদর্পন বিচিত্রের প্রকাশক
কবিতা! তুমি মরমের উদ্ভাস তরঙ্গ সংসৃ্ত ।


কবিতা! তুমি কালের অকুন্ঠ সুশৃঙ্খল ধ্বনি
মানবীয় চেতনায় উচ্ছাস আনন্দ জীবনময়
তুমি ভালবাসার বন্ধনে প্রস্ফুটিত অনুরাগ নির্ঝরিণী
আত্মায় সঞ্চলন মায়া দর্পন মধুভাব ব্যক্ততার ধণু
হূদয়ে উদ্রেক, নির্ভয়বাস অব্যখার দর্শন স্বতন্ত্র
তুমি মাদুর্য্যের প্রকাশিকা প্রেমাধারের অনুভব
কাল, পাত্র বিশেষে নীর্যাসস্রোত বিন্যাস মনোভাব ।