হূদয়ের ভাঁজ, খুলে আজ
ফিরে ঘুরা সেই পুরানো স্মৃতির দ্বারে
তনময় দুজন প্রেম দান দানে ।
নতুন ভূবনে নতুন পথ চলা
সবিনয়ে ভাসিয়ে জীবন ভেলা
মিল-মেলে উচ্ছাসি উদ্ভাসি ভাব যাচি
সম্মোজ্জল তরঙ্গে উথলে উতালা ।


স্বলাজ-নিবারি বুকে বুকে থর-থরি
বিভাবরি রাঙিয়ে নিলয়ে রচি খেলা
আহ! সাধের মিলন মেলা ।
অপলকে চেয়ে থাকা আঁখি আঁখি রসা
পিয়াসে তরসা ভাবে ভাব ভাসা
মধু অমৃত ঠোঁটে ঠোঁট ঘসা দশা
আবেশ বশা রেশ-রসা ভালবাসায় খেলা ।


প্রাণে প্রাণ বিহারে মধু বসন্ত প্রবাহে
আহ! দারুণ! মন আগুন উছলে কায়
ভষ্ম ধারায় দলে নিগুঢ়ে ঝরে ঝুলা ।
হিয়ায় নিভাঁজ সেই মায়া বিরাজ
ঝলক চমকে অন্তর্লীন আলোক কলকে
চোখের পাতায়, সখ্য ছোঁয়ায় বুকে
শীতল বিহ্বল ছল দোলায় মন নিরালা ।