রোজ সকালে পল্লী কোলের খেলা
চার পা'য়েরা পাঁচ পা'হয়ে
ঘাস কুড়াতে হারা ।
ছোট ছোট বাছুর গুলো পুচ্ছ তুলো
হ্যাম্বা সুরে বেড়ায় দৌড়ে তারা ।
ঘাস কুড়াতে হারা ।


মহিষেরা লাঙ্গল টানে কৃষীভোনে ।
ক্ষেত কুড়িয়ে চারা ফুতে -
কৃষকজনে, মনে হরষ জোড়া ।
বিলে নেমে ধবল মেলা
হর-হামেষা বক পাখিআধার কুড়া ।
মনে হরষ জোড়া ।


পল্লীঘেসে নদী চলে খালে জোয়ার হারা ।
হাস কৈতর নদীর পাড়ে খেলে,
মাছ ধরিছে জেলে, জলে ডুবে ফেরা ।
দীঘির পাড়ে কাষ্ঠ কুড়ে -
গ্রামের মেয়ে পল্লী কুমল কৃষানিরা ।
পল্লীচিত্র বিচিত্র আত্মহারা ।