আজ ''জননী'' মা'য়ের কথা বলি -
মা হলেন স্নেহদানি, মমতা বিন্যাসিনী ।
আত্মার পরম সখা সন্তান তরে, প্রেমময়ী-
মা, জননীয় সৃষ্টির', রূপাধারবর্ষিণী
প্রেমাধার' জগতপ্রেমঝরণা 'নির্ঝরিণী ।


এ শব্দ 'মা' এ যে তপ'নাম চিত্তের
পৃথিবীতে শেখা প্রথমাবাক্য অমৃত'বাণী ।
মাতৃ, চিরকল্যাণকামী সন্তান হিতৈষী-
তাহে প্রিয়সী, সুখ দুখ নিহারই কুমলিনী,
সন্তানদাহধারিণি অনন্য বিনয়ী প্রজায়িনী ।


মা'সম ত্রি'লোকে কিছুই নাহি সৃষ্টে বিধি-
হেন গুননিধি, নাহিহেনহৃদি আদরেরখনি ।
মা' অলসহীন নিখুঁত সোহাগ প্রবাহকারিণী,
জীবন্তে সমুদয় প্রীতেবহে সন্তান প্রমোদিণী-
জগত উদ্যানে বৃক্ষসমানে 'মা' ফল, ছায়াদানী ।


'মা' ধ্বনী অনির্বাচ্য হৃদয়ের আচঁ নির্বাচ্য
জগতমোহিত বাক্য 'মা' জপে দুর হয় গ্লানী ।
মা'রই চরণ ধরে স্বর্গ অর্জন হয়, শোনি বাণী -
কৃপা সমে উঠাই হাত মা ঝারায় চোখে পানি
স্রষ্টার আসনে দ্রুত পৌছে মা'র পাক বাণী ।