আজকে যত অবহেলা আমায় নিয়ে
যতই করছ অবলীলা চাওয়া পাওয়ার জেদ করে
কালকে যখন যাব চলে অনেক দূরে
তখন তুমি বুঝবে,
হয়ত চেয়ে আকাশপানে আমায় সেদিন খুঁজবে ।


ভঙ্গ হবে সকল খেলা যখন সাঙ্গ হবে বেলা
আঁখি নীরে ভাসবে স্মৃতি প্রাণ দলে
অনল জ্বালায় হিয়া যখন মাজবে
তখন তুমি বুঝবে,
হয়ত চেয়ে আকাশপানে আমায় সেদিন খুঁজবে ।


ডাকবে আমায় প্রাণের বীণায় সুর ধরে
আমি যখন আকাশের ঐ প্রান্তরে
নীলাভ জোছনার আলোয় আমায় ঝাঁজবে-
তখন তুমি বুঝবে,
হয়ত চেয়ে আকাশপানে আমায় সেদিন খুঁজবে ।


ভালবাসায় মরম জ্বালা জ্বালবে বুকের পাঁজরে
উহু করে কাঁদবে পরান শোকসারে
আমার শুন্যতার অশ্রুয় তখন আচল তোমার ভিজবে ।
তখন তুমি বুঝবে,
হয়ত চেয়ে আকাশপানে আমায় সেদিন খুঁজবে ।

জাগবে নিশী ব্যাথায় ভাসি একা নীড়ে
প্রদীপ বুজা ঘরের মাচায় দেখবে ছায়া দেয়ালে
শয্যা ছেড়ে ওঠবে চমকে হেরে আমায় স্বপনে
তখন বিচ্ছেদ সেঁজবে-
বিছানাতে হাত বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে ।