পৃথিবীতে কারো নয় ‘ইচ্ছে’ স্বাধীন
সময় যায় চলে ইচ্ছেগুলো র‌য় পরে
বাসনা কামনার জলে নিত হয় লীন ।
আশা বিরসায় হয়ে যায় নিরাশা
রাশ রাশ জলে, চোখে ভাসে তমসা
হরষা প্রাণে বুনে স্বপ্ন ইচ্ছে প্রতিদিন ।


সুখ-দুঃখ্য বহরে জীবন বাঁধা ডুরে
শত ইচ্ছা আকাশ ছোঁয়া ভালবাসার
সময়ে হারিয়ে যায় বাঁধাহিন ।
বিবশা পৃথিবীতে সুরসা বনানীতে
মাধুর্য অবনীতে ফুটে মনে শত বাসনা
কত ঘুরে কত পুড়ে কত জ্বলে অন্তলীন ।


মায়ায় বাঁধা সংসারে জীবনের দ্বারে
মানুষ স্বস্বাধীন তবুও পরাধীন ভাবে
সকলের প্রত্যাশা পুড়াতে নিজ ইচ্ছা মলিন ।
স্বপ্ন আয় বোজা চোখে আঁখি খোললে যায় চলে
সন্তর্পণে হূদয়ে মেখে অমলিন ভাব
ইচ্ছারাও লুকায় গহিনে হয় লীন ।