আজি, আকাশ জুড়ে উড়ছে বাদল
ধমকা হাওয়ায় ধেয়ে ।
ঝিরি ঝিরি বৃষ্টি নামে
ধুসর ভিজে, পানি জমে
এলো আষাঢ় জোয়ার বেশে
অঝর ঝরায় বাঁয়ে ।
খাল-বিল নদী ভরছে জলে
স্রোতে খল-খলিয়ে ।


বৃষ্টি ছোঁয়ায় সবুজ পাতা
হরষ মাখা বনলতা ঝল-মলে ।
গাছের ডালে কুসুম ফুটে
বাদল হাওয়ায় গন্ধ বাটে
নীলাভ ভরা কালো মেঘে
সোহাগী রঙ ঝুলে ।
আহা! আকুল পরান ভাঁজে  
মূক মুখে গান ফুটে হূদে দোলে ।