আজ, সকল বাঁধা পেড়িয়ে
সকল কর্ম রেখে দিয়ে
আসছি গো আসছি
দোল দোলে দোলাব প্রিয় প্রিয়ে
নাচিব গাহিব দুইয়ে দুইয়ে ।

মিলে মেলে মেলাব মন
ঝরাব ঝরিয়ে তন
স্বগরম শ্বাষ শ্বাষে ছোঁয়ে ।
বাজিয়ে বাজাব বীণা
সাজিয়ে সাঁজ সরগম সা- ছা’য়ে ।

বাতাসের জোরে বাঁশি
বাজিয়ে রাঙ্গাবো নিশী
নদীর কলতানে, জল ঢেউয়ে ।
মুচড়াবো প্রাণ প্রাণে কল বুনে
প্রিয় সনে গায়ে গায়ে ।

তাল ফুটে প্রেমে লুটে
রিদম বাজিয়ে ঠোঁটে
হূদয় মাঠে নেচে গেয়ে ।
নয়নে নয়ন নেশা-রসায়
ভালবাসা ছড়িয়ে ।

আজ বাহে বাহে ঝর
ফুটিয়ে মধুর লহর
নিবারিব দাহ বয়ে ।
তোমাতে আমায় দেখি
আমাতে তুমি লীন প্রিয়ে ।

মিশে দুই
তুই মুই
লাভ ইউ
লাভ ইউ
বুলে, অন্তর্লীন প্রলয়ে
ভেসে যাব, মম, তব
মনে মন থুইয়ে ।