ঈশানকোণে
একটুকরো কালো মেঘ দেখেছিলাম আগেই।
কয়েক মুহূর্তের ব্যবধানে আকাশটা
ছেয়ে ফেলল সে।
ভেবেছিলাম, আজ আর নিস্তার নেই।
অসহায় আরো অনেকের মত আমিও
পা চালালাম জোরে, আরো জোরে।
কিন্তু......টিপটিপ,  টিটিটিপ টিপ,
বড় বড় ফোঁটা গুলো গায়ে মাথায়,
পিচঢালা কালো রাস্তাকে আরো কালো করে
যেন প্রচ্ছন্ন হুমকি বয়ে নিয়ে এল।
ব্যাগপত্তর নিয়ে ছুটলাম আমি,
তবু শেষরক্ষা হল না।
তার আর তর সইল না,
ঝড় তুলে ধেয়ে এল মুষলধারায়।
একটু আশ্রয় পেতে ছুটে গেছি
পুরোনো বাড়িটার খোলা বারান্দায়।
দেখি, একই ছাদের নীচে
আমি ও এক রাস্তার কুকুর--
নিরুপায়.... অসহায়.....।