অ্যাই শোন! তোদের বলছি।
তোরা, যারা নাকি ঠাণ্ডা রক্তের প্রাণী,
গুটিগুটি চললি কোথায়?
সবাই মিলে, সারি সারি, চুপচাপ
কোথায় চললি রে?
ও......! বুঝেছি। শীতঘুমে?
এখন সেখানে আস্তানা নিবি একটানা---।
মাটির গর্তে, বালির নীচে,
আরো কোথায় কোথায় আড্ডাগুলো যেন!
একটা কথা রাখবি আমার?
রাখবি অনুরোধ?
আমাকেও নে না তোদের দলে!
আর...আর...শুধু আমাকেই বা কেন,
নিয়ে যা আমার মতো তাদেরও,
যারা দেখতে গরম গরম মানুষ হলেও,
রক্ত বিলকুল ঠাণ্ডা।
হ্যাঁ রে, ম্যাদামারা, বিলকুল ঠাণ্ডা।
একদল লোক সারাবছর বুক ফুলিয়ে
তাণ্ডব করে, রক্তের হোলি খেলে,
নির্বিচারে গুলি চালায়, লুঠতরাজ করে,
পথেঘাটে -বাজারে-মহল্লায়,
যখন তখন যেখানে সেখানে
মা-বোনেদের ইজ্জৎ লোটে অনায়াসে,
তাতেও 'এই আমাদের'
শিরার রক্ত ফেটে পড়ে কই?
একজোট হয়ে যুদ্ধটাকে ফিরিয়ে দিই কই?
শয়তানের চোখে চোখ রাখার
সাহস কোথায় আমাদের?
তার চেয়ে বাপু এই ভাল।
রোজ রোজ ভয়েভয়ে মরার চেয়ে
চল, আমরা বরং তোদের সাথে
শীতঘুমে যাই।
তোরা তো গরমে আবার বেরোবি,
আমরা তোদের শীতঘুমের ঘর
তখন আগলাবো 'অখন!
কীরে, নিবিনা আমায়, আমাদের ?