ইচ্ছে ছিল
বৃষ্টি হয়ে ঝরে যাব।
জুড়িয়ে যাবে তপ্ত মাটির বুক।
একদিন ঝরেও গেলাম সাহস করে।
তারপর থেকেই--
আটকে আছি খানাখন্দ ভরা রাস্তায়,
কাদাজল হয়ে।
ব্যস্তসমস্ত চাকার তলায়
ছিটকে ছিটকে উঠছি,
আর পথচলতি মানুষের গালমন্দ খাচ্ছি।
ইচ্ছেটাকে আজকাল আমার
দুর্মতি বলে মনে হয় ----।