অবশেষে....
অবশেষে সময় হল তোমার কাছে আসার।
অবশেষে ছুটি পেলাম তোমার কথা ভাবার।
সারাদিন ধরে আগুনের ফুলকি ছুঁড়ে
নিস্তেজ হয়ে শুয়ে পড়েছে সূর্য,
এখন অনেক রাত।
পৃথিবীকে আলো দেখানোর কাজ পেয়েছে চাঁদ।
তারি আলো চুপিচুপি চুরি করে নিয়ে
আমি তোমার কাছে এলাম।
রাগ করেছ? অভিমান? বলবে না কথা?
কি করি বলো, আমি যে অনেকের কাছেই
অনেকখানি! তুমি তবু সইবে,
তারা যে সইবে না!
তাদের কাছে পান থেকে চুন খসলেই...!
যাক, তোমার কথা বলো।
কি করলে সারাদিন?
আমার জন্য কি রেখেছ সাজিয়ে?
আমি কিন্তু তোমার কাছে স্বপ্ন দেখতে আসি।
আমার সাধ-আহ্লাদ,
আমার পাগলামি ভরা ইচ্ছেগুলো,
যুক্তিতর্ক উচিৎ-অনুচিৎ নির্বিশেষে
ছেলেমানুষ হতে চাওয়ার স্বপ্ন।
আদরের সেই স্বপ্নগুলো
যত্ন করে সাজিয়ে দেব, মনের সুখে ঢেলে দেব
তোমার বিশাল বুকে।
তোমার বাহুডোরে ধরা দেব আমি।
তোমার সুরে, তোমার শব্দে-ছন্দে কবিতা,
আমি নতুন করে খুঁজে নেব নিজেকে।
এখন অনেক রাত, আর কোনো কাজ
পড়ে নেই কোথাও,
ঘরের কোণে শেষ প্রদীপটাও নিভিয়ে এসেছি।
এবার আমি তোমার আলোয় দীপ্তিমান হব।
কবিতা, আমি এসেছি,
আমায় টেনে নাও তোমার বাহুডোরে...!!