চারিদিকে শুধু কংক্রিটের আস্ফালন।
বহু কষ্টে অর্জিত এই নি:শ্বাসটুকু,
সেও কি কারো অপরাধী?
নাহলে বাতাসের ছদ্মবেশে কেন
উড়ে আসে শুধু ধুলো!


ধুলো...... শুধুই ধুলো!
ইঁট -বালি-চুনসুরকি,
কার্বন, সীসা, একটু একটু করে
দখল নিচ্ছে ফুসফুসের।
শহরের মানচিত্রে সবুজের রেখাগুলো
ক্রমশ ধূসর....!
কান পেতে শোনো,
নগরায়নের মাশুল দিতে
আকাশের সীমানায়
থমকে আছে পৃথিবীর নাভিশ্বাস!
উত্তপ্ত হচ্ছে মাটি।
গরম... অসহ্য গুমোট গরম।


এভাবে আর কদিন?