শহরের পর ভেসে আসে শহর
বিজ্ঞান প্রযুক্তির রমরমা,
কি ভাবে আকাশ চলে
লুকোচুরি লুকোচুরি খেলা
যা চলছে ।
কখনো নীচে স্টেশন আবার উপরে
সভ্যতা ধোঁয়া ধোঁয়া  ।
পাখির মতো উড়ে আসে যুদ্ধ বিমান
সীমান্ত রক্ষা র  মেশিন গান
কামন ...ঠা...রা...রা বুলেট
গাছের পাতায় মানুষ কাঁদে
অ্যাবসেন্ট হলে লাল কালির দাগ
হারিয়ে যায় মুখের গ্রাস
তাদের সম্মুখে একটাই রাস্তা
কোনো দিন পার হওয়া যাবে না,
পরিচ্ছন্ন সংসারের উপর কালি ঢেলে দেয়
কেউ কেউ হেসে উঠেছিলো সেদিন
মনে হয় আমি নিহত রোল নম্বর...।