[ নিতান্ত আবেগপ্রবণ খামখেয়ালিপনায় আমরা অনেকেই মাঝে মাঝেই পলায়নপ্রবৃত্তি পোষণ করি মনের মধ্যে। সেই বশেই ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলি। ভুলে যাই, পালিয়ে নয়, বাঁচার আনন্দে বাঁচাতেই বেশি লাভ। অথচ এদের যদি সঠিক ভাবে একটু বুঝিয়ে, মনে একটু আত্মীয়তার ছোঁয়া দেওয়া যায়, একটু সাথ দেওয়া যায়, হয়ত তাদের সেই মনোভাব পরিবর্তন করা যায়। ]


যদি যাস চলে বড় অভিমানে -
ভালোই জানিস, লোকে
সব ভুলে গিয়ে হেসে খেলে যাবে,
কেউ খুঁজবেনা তোকে।


কেউ বলবেনা, এই যে শালুক,
এই যে শাপলা, জুঁই,
এই যে দিঘির ভেজা পাড়খানি,
ভালোবাসতিই তুই।
ঐ যে আকাশে সাদা বক সারি,
পেঁজা মেঘেদের মেলা;
তুই নেই, তবু জানিস, নীরবে
কেটে যাবে ঠিক বেলা।
কাঠবেড়ালীটা তবু আসবেই,
জানলার ধারে রোজ,
চড়ুই, শালিক, মৌমাছিগুলো
কেউ করবেনা খোঁজ।


যদি বা ভাবিস ছাপ রেখে গেলি -
ভালোই জানিস,তবু
সময়ের ধারা বয়ে যাবে, হবে
স্মৃতিগুলো জবুথবু।


সব মজলিশে, সব চর্চায়
তুই মুছে যাবি ধীরে;
একদিন, কেউ ভাববেনা আর
বুঝি বা আসবি ফিরে।
এই যে বালিশ, অশ্রুতে ভেজা
চেপে রাখা কথা গুলো,
সব মুছে যাবে তোর সঙ্গেই,
ঢেকে দেবে ঝুল, ধুলো।
ঝাপসানো চোখে রোজ দেখা ফোটো,
এই যে লুকানো কোণে,
একদিন লোকে ছুঁড়ে ফেলবেই
ঝাড়পোঁছা প্রয়োজনে।


তাই যাস্‌নে কো যেচে সব ছেড়ে,
বাঁচ্‌ মন প্রাণ খুলে।
তবু গেলে শুধু ফোটো ফ্রেমে বেঁধে
ঠিক যাবে সব ভুলে।