পথের ধারের বটগাছখানি
আজ মনে পড়ে খুব;
সেদিনের মেঠো ধুলো পথ আজ
কংক্রিটে নিশ্চুপ।


কত আড্ডায় যেখানে মেতেছি
সারা সাঁঝবেলা জুড়ে,
হারিয়েছে সেই বৈঠকী প্রাণ
যান্ত্রিক মেকি সুরে।


আনমনা করা দোয়েলের শিসে
সেই বিকেলের ঘ্রাণ,
আজ কৃত্রিম কিচিরমিচিরে
বিলুপ্ত, ম্রিয়মান।


রাজহাঁসগুলো,যে পুকুরে কত
সাঁতার কেটেছে কাল,
আজ সেখানেই অট্টালিকা
পড়ে থাকে কঙ্কাল।


ডাকপিয়নের ক্রিং ক্রিং, আর
হাতে লেখা চিঠিখানি -
ইতিহাস আজ; সামনে কেবলই
ডিজিটাল হাতছানি।


জুড়ে ছিল পাড়া অটুট বাঁধনে
মিলেমিশে চারিদিকে;
আজ সংবাদে হঠাৎ কখনো
খুঁজে পাই পড়শিকে।


এগিয়ে চলার কি ভীষণ দায়
সময়ের তাল ঠুকে!
আমরা সভ্য যন্ত্র মানব
নিষ্প্রাণ হাসি মুখে।