এই শহরে কিছু মানুষ কেমন যেন,
এই শহরে কিছু মানুষ এমন কেন ?
আমার সাথে কিছু মানুষের হ্রদ্ধতার কমতি নেই
আবার বজ্র হয়ে আঘাত হানে স্বার্থহানি হবে যেই।


সিদ্ধিলাভে পায়ের কাছের কুকুর সাজে
পুরিস ভরা অন্তর তার দেখায় কাজে।
মানুষের মত দেখতে তাদের মানুষ লাগে
নামের সাথে লক্কব দিয়ে বেড়ায় অনুরাগে।
আচারহীন নিজের প্রচারে মোহ মগ্ন থাকে
অন্যের দোষ খুঁজতে নিজের নগ্ন ছবি আঁকে।


তবুও তাদের মানুষ ভাবি, মানুষ ভেবে কাছে রাখি
মুখোশধারী মানুষগুলো আসলে তারা মানুষ নাকি?
প্রশ্নটা আজ করব কাকে?
কেমনে করি যাকে তাকে?
তাই ভাবি ,
এই শহরে কিছু মানুষ কেমন যেন,
এই শহরে কিছু মানুষ এমন কেন ?