বৃক্ষের শরীরে জড়িয়ে আছে বৃক্ষের প্রসারিত হস্ত ।
রুদ্রের চোখে পর্দা। ছায়ায় মিলিয়ে যায় উত্তাপ দাবদাহ স-ব ।
শুধু বৃক্ষের শরীরে বাড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে মাটিতে ঘাসে ।
বৃক্ষের শরীরে উত্তাপ যতই বাড়ে ।
প্রকৃতির মরুকান্না ততই বাড়ে।


চরম উত্তাপে বৃক্ষের সঙ্গমসুখ যখন বৃষ্টি হয়ে ঝরে,
আমরা ভিজি প্রকৃতি ভিজে মনের সুখে বৃষ্টি ভেবে
বৃক্ষের সঙ্গম বীর্যে আর খসে পড়ে রুদ্র চোখের পর্দা।
২২।১০।২০১৫