নদীর স্রোত থামাতে যেয়োনা, ভেসে যাক স-ব
বিহঙ্গের স্বাধীনতা আকাশে,  মাটিতে পরাধীন করোনা
আর পাখিরা উড়ুক মনের সুখে মুক্তআকাশে ।
নদীর স্রোত, মুক্তবিহঙ্গ আর পাখিদের
কাছ থেকে জেনে নাও স্বাধীনতা ।


স্রোতের তাড়সে উপচে পড়ে জল দু’কূল বেয়ে  
নদী থেকে দীঘি, দীঘি থেকে খাল বিল স-ব জলমগ্ন হোক।
ভেসে যেতে দাও শতাব্দীর সব আবর্জনা সমুদ্রে ।
তারপর পরিশুদ্ধ উর্বর পলিতে সৃষ্টির সুখে
এসো পাখির ন্যায় মুখরিত হই ,
নব উদ্যমে মনের সুখে মুক্ত বিহঙ্গ হই ।
23.10.2015