সভ্যতার মস্তিষ্কে আবারো রক্তক্ষরণ।
শিল্প সুষভিত শান্ত প্যারিস  নগরে
মানুষের মুখোশে দানবের তাণ্ডব।
যেন নেমে এলো রক্তবজ্র  শুভ্রস্বর্গীয় কাননে ।
হ্রদকম্পন পুরো নগরজুড়ে ।
শ্যান নদীতে বইছে রক্তের ঢেউ।
উপছে পড়ছে দুকূল বেয়ে রক্তের ঢেউয়ে
রক্তমাখা শুভ্র লাশের সারি।
আমি নির্বাক। নির্বাক বিশ্ব সভ্যতা।


যারা মানুষের রক্তস্নানে পুণ্য খুঁজে ধর্মের মুখোশে,
তারা প্রাগৈতিহাসিক, তারা  আদিম হিংস্র বন্য।
সভ্যতারলীলা ভুমে সুবোধ এ নগরীর
চোখে মুখে আজ আতঙ্ক, ক্ষোভ, লজ্জা, ঘৃনা
ধর্মীয় উম্মাদ আদিম হিংস্র বন্যের প্রতি।
নির্বিকার ঈশ্বরের প্রতি মানুষের ক্ষোভ ক্রমশই বাড়ছে।
ঈশ্বরের শক্তি কিংবা অস্তিত্বের প্রশ্নে
সংশয়বাদের উত্থান কিভাবে রুখবে ঈশ্বর?
নাকি ব্যর্থ ঈশ্বর আবির্ভূত হলেন ধর্মের মুখোশে
হত্যাযজ্ঞের আদিম হিংস্র বন্য উম্মত্ততায় ?
14.11.2015