চলে গেছ, আসমান-জমিন ব্যবধানে
শূন্য হয়ে ভাসি মহাশূন্যে ,
নীলাভ আঁচলে ফুটাও নীলপদ্ম একান্তে
আর মুক্তসুখে সাজাও আপন পৃথিবী।


শভ্রকাননে, হ্রদয়কুঞ্জে, নৈস্বর্গীয় হাওয়ায়
দৃশ্যমান পায়াচারি এখনো
স্মৃতিমন্থর ছায়ার মত থাক দেহজুড়ে অহর্নিশ ।
তৃপ্তিতে প্রবাহিত হও বাতাস হয়ে
অথচ এখন আসমান-জমিন ব্যবধান।


অদৃশ্য নিঃশ্বাসের গন্ধে অনুভূতি  
জাগে আলিঙ্গনের সুখ।
অকাতর ভাবনায় বরফের পাথর হই
জাগানিয়া অনুভূতিতে বরফ গলে জল হই
তবুও বয়ে চলে আসমান-জমিন ব্যবধান।
২৯.১১.২০১৫