মাতৃভূমি মা যে আমার কবিতার শিরনাম
মায়ের কথা লিখতে গেলে অবিরত ঝরে ঘাম।


জলপাই যান চালাল হানাদাররা মায়ের বুকে
স্বাধীনতার খুশীর ঝলক মায়ের চোখে মুখে।


স্বাধীনচেতা বাঙালি আমরা গড়েছি প্রতিরোধ
লক্ষ শহীদ হারায়ে স্বজন নিয়েছি প্রতিশোধ।


দেশিয় দোসররা আজো করে প্রাসাদ ষড়যন্ত্র
মুখোশ পরে বাঙালি সেজে আওড়ায় বীজমন্ত্র।


যুদ্ধের শুরু একাত্তরে আজো হয়নি তা শেষ
যুগ যুগান্তরে অসুর বিনাশী যুদ্ধ অনিঃশেষ।
05.12.2015