অতন্ত্র প্রহরী সেজে সময়ের গতির পাহারা
চাঁদ এবং সূর্যের গতিপথে ড্রোন হামলা
বিরামহীন সময়  গতি আরো বাড়িয়ে দেয়।


গণকের ভবিষ্যৎবাণীতে পুরোহিতের মন্ত্রপাঠ
সময়ের গতিরোধ ভাবনা পূজারীদের আলস্যহাসি।


বৃক্ষরাজি আর সমুদ্রই কেবল সময়কে ধারণ করে
অনায়াসে সময়ের স্রোতে কর্মমগ্ন হয়।
প্রকৃতির অমোঘ নিয়মকে মানুষই  উদ্যত দেখায়,
সময়ের গতিতে প্রকৃতি বৈরী হয় ।
থেমে থাকে না দিন মাস বছর ,
এমনকি সময়ের অনু পর্যন্ত ।


সময়ের চলমান গতিতে হারিয়ে যাওয়া
আরো একটি বছরের গ্লানি মুছে যাক বৈরী স্রোতে।
নবসাজে আসুক নববর্ষ আর উদ্যত ভুলে
মানুষ হোক কর্মমগ্ন মনুষত্ব বান্ধব।  
31.12.2015