অশ্রু মুছে মাথা ঘুরিয়ে দেখতে পেলেন ভস্ম বসত ভিটা, চোখের সামনে ফনা উঁচিয়ে আছে রাজগোখরা, আবার মাথা ঘুরিয়ে অন্যদিকে দেখলেন সারি সারি জলপাইযান । নিরুদ্দেশ যাত্রার শেষ ফিরে দেখা ।  নিরুদ্দেশ হয়েছিলেন  ১৬ তারিখের ঠিক চার মাস আগে,  তারপর  বুটজুতোর আওয়াজ,  করমআলী আর হায়েনাদের উল্লাস, তার নগ্ন শরীর, আর্ত চিৎকার স্মৃতিতে শুধু এতটুকুই আছে । চুয়াল্লিশ বছর পার হলেও স্মৃতিতে আর তেমন কিছু নেই। অজানা বধ্য ভুমিতে একমাত্র সন্তানের ঠিকানা হলেও ইষ্টিশনে থেকে ইষ্টিশনেই আছেন,  সেদিনের সুদর্শনা যুবতী করিমন  আজো বেশ্যা উপাধি নিয়ে আর করম আলীরা এখন মুক্তিযুদ্ধের সনদ বিলায়।