ভণ্ডরে ভণ্ড মোল্লারা ভণ্ড
ধর্মের ঐক্য করেছে লণ্ডভণ্ড।
দাঁড়ি টুপি পোষাকে ধরে কত ভং
ধর্ম বিকৃতিতে করে নানান ঢং ।
কেউ বলে আমরা কওমি
বাকী সব বলবে কি নওমি?
কেউ বলে আমরা আশেকে রসুল সুন্নি
কেউ বলে মাহবুবে খোদা ধরে রঙ বুন্নি।
কেউ বলে আমরা আটরশি
ধর্মের জন্য খাঁটি রবিশশি ।
কেউ আবার মিলাদ পড়ে দেখায় কিয়াম
কেউ থাকে ঘুমের ঘোরে পালন করে সিয়াম।
স্বঘোষিত কত আছে মস্তবড় পির
আবর্জনায় ধর্ম মাখায় খায় ক্ষির।
মোল্লাদের কাছে আজ ধর্ম
নেই, আছে হাঙ্গামা দাঙ্গা
ধর্মের নামে বিভেদ ছড়ায়
রাখে, অনুসারিদের চাঙ্গা।
তাই বলি মোল্লারা খাঁটি ভণ্ড
ধর্মকে করেছে তারা লন্ডভন্ড।
ধর্মের অনুসারিরা জেগে উঠো আজ
ভণ্ড মোল্লাদের রুখতে সাজো রণসাজ।